Tuesday, 27 June 2017
Thursday, 22 June 2017
√ প্রতীক্ষা
প্রতীক্ষা
আব্দুল মান্নান মল্লিক
কতদূরে রয়েছ সাথি
ফিরে এসো আজ কাছে।
তোমার পরশ গাত্রে, বাতাসে গন্ধ ভাসে, স্মৃতি আজো জেগে আছে।।
মনে পড়ে সাথি, বৃষ্টি-ঝরা দিনের কথা? তুমি আমি গাছতলে।
কদম্ পাতার নৌকা গড়ে ভাসিয়েছিলে বৃষ্টির জলে।।
বর্ষাদিনে ভিজবো দুজন পুষ্পধারায়।
বিরহ বিজনে কদম্বতলে তোমার অপেক্ষায়।।
যেদিন গেছে এসেছে ফিরে শুধু তুমি বিনে!
পুষ্প পাপড়িই ঘোলা-জল পথে বৃষ্টি-ঝরা দিনে।।
ইচ্ছে বড় ভিজতে সাথে আবার তেমনি করে।
বাদল দিনে তোমার কথা বারবার মনে পড়ে।।
চাইনা কিছু তোমায় ছাড়া এ জগতে আর!
তুমি আমার গৌরব ছিলে গায়ের অলঙ্কার।।
একাকিনী এপারে আমি তুমি ওপারে।
বুঝেও অবুঝ আমি মন চায় ফিরে-ফিরে!!
আব্দুল মান্নান মল্লিক
কতদূরে রয়েছ সাথি
ফিরে এসো আজ কাছে।
তোমার পরশ গাত্রে, বাতাসে গন্ধ ভাসে, স্মৃতি আজো জেগে আছে।।
মনে পড়ে সাথি, বৃষ্টি-ঝরা দিনের কথা? তুমি আমি গাছতলে।
কদম্ পাতার নৌকা গড়ে ভাসিয়েছিলে বৃষ্টির জলে।।
বর্ষাদিনে ভিজবো দুজন পুষ্পধারায়।
বিরহ বিজনে কদম্বতলে তোমার অপেক্ষায়।।
যেদিন গেছে এসেছে ফিরে শুধু তুমি বিনে!
পুষ্প পাপড়িই ঘোলা-জল পথে বৃষ্টি-ঝরা দিনে।।
ইচ্ছে বড় ভিজতে সাথে আবার তেমনি করে।
বাদল দিনে তোমার কথা বারবার মনে পড়ে।।
চাইনা কিছু তোমায় ছাড়া এ জগতে আর!
তুমি আমার গৌরব ছিলে গায়ের অলঙ্কার।।
একাকিনী এপারে আমি তুমি ওপারে।
বুঝেও অবুঝ আমি মন চায় ফিরে-ফিরে!!
Monday, 19 June 2017
বৃষ্টি ভেজা ফুল
বৃষ্টি ভেজা ফুল
আব্দুল মান্নান মল্লিক
কিবা সকাল দুপুর বিকাল
আকাশ মেঘে ছেয়ে
বর্ষাকালে গড়িয়ে আকাশ
কাঁদছে অশ্রু-নুয়ে
জলে ভাসে জলজ ফুল
লতা জলের তলে
কেউ ফুটেছে বৃক্ষ শাখায়
ভিজছে বৃষ্টি জলে
খালে বিলে শাপলা কুমুদ
কলমি ফুটে কাছে।
যেদিকে চায় মন ভরে যায়
পাড়ের গাছে-গাছে।।
এলোমেলো মাতাল হাওয়া
পাপড়ি ঝরে পড়ে
শাপলা কুমুদ লম্বা বোঁটায়
কে কার উপর চড়ে
বৃষ্টি দিনের ফুলের শোভন
কদম্ব আর কেতকী।
টগর ফোটে কামিনী ফোটে
নাম না জানা কতকি।।
ডোবার মানান কলমি ফুলে
হেলেঞ্চা ধারে-ধারে।
চোখ ধাঁধানো কুমড়ো ফুল
ঘাসফুলে মন কাড়ে।।
কলাবতী আর নয়নতারা
বাড়ির আশেপাশে।
গন্ধরাজ আর দোলনচাঁপা
পাতার ফাঁকে হাসে
কোথাও ফোটে শিয়ালকাঁটা
পতিত ঝোপে-ঝাড়ে।
কোথাও আবার নলখাগড়া
জঞ্জাল জলা-ধারে।।
পত্রে-পত্রে লুকিয়ে কোথায়
কাঁঠালচাঁপার ঘ্রাণ।
বৃষ্টিয় ভিজে উঠলো জেগে
ফুলের নতুন প্রাণ।।
Thursday, 15 June 2017
রাতের সুবাসে
রাতের সুবাসে
আব্দুল মান্নান মল্লিক
দূর থেকে ছড়িয়ে সুবাস কি লাভ বল তাতে,
পার যদি ডাকো কাছে এই জোছনা রাতে।
কি হবে আর ভাবনা নিয়ে একলা জেগে রাতি,
তোমার ধুলি মাখবো গায়ে করব মাতামাতি।
নিশি গন্ধে ভরিয়ে দিও খুলে মনের জানালা,
নিভিয়ে দিও পুষ্পরসে উষ্ণ মনের জ্বালা।
শুভ্র বদনে বিনীত কেন লজ্জা দাও বিলিয়ে,
মুখ তোল আজ আঁখি খোল মাথা উঁচিয়ে।
তুমি আছ আমি আছি নির্জন এই শুভক্ষণে,
চাঁদের পত্নী সারিতে হাসে ওই দূর গগনে।
দিনের বেলায় নীরব থাক গন্ধ ছড়াও রাতে
পুষ্পরসে সিক্ত হব তোমার সাথে মেতে।
আব্দুল মান্নান মল্লিক
দূর থেকে ছড়িয়ে সুবাস কি লাভ বল তাতে,
পার যদি ডাকো কাছে এই জোছনা রাতে।
কি হবে আর ভাবনা নিয়ে একলা জেগে রাতি,
তোমার ধুলি মাখবো গায়ে করব মাতামাতি।
নিশি গন্ধে ভরিয়ে দিও খুলে মনের জানালা,
নিভিয়ে দিও পুষ্পরসে উষ্ণ মনের জ্বালা।
শুভ্র বদনে বিনীত কেন লজ্জা দাও বিলিয়ে,
মুখ তোল আজ আঁখি খোল মাথা উঁচিয়ে।
তুমি আছ আমি আছি নির্জন এই শুভক্ষণে,
চাঁদের পত্নী সারিতে হাসে ওই দূর গগনে।
দিনের বেলায় নীরব থাক গন্ধ ছড়াও রাতে
পুষ্পরসে সিক্ত হব তোমার সাথে মেতে।
Friday, 9 June 2017
পথের সাথি
পথের সাথি
আব্দুল মান্নান মল্লিক
কোথায় আমার আস্তানা,
কি যে মনের বাসনা।
পথভুলা এক পথিক আমি,
পথই আমার ঠিকানা।
কেউবা নামে পাগল ডাকে,
কেউবা দেয় গালি।
যেমন খুশি বলুক লোকে,
আমার তাতে কি?
কেউবা গড়ে দালানবাড়ি,
আমি কুড়াই নুড়ি।
পথ হারিয়ে পথের সাথে,
খেলছি লুকোচুরি।
পথের ধুলো গুনতে গুনতে,
পূবের আকাশ রাঙা।
পথের শেষে পথ হারিয়ে,
উঠতে ভাঙে ডাঙা।
অজ্ঞাত মোর জনম কথা,
কে ছিল মোর মা।
কোন ভূমিতে পতিত আমি,
মনে পড়েনা গাঁ।
আব্দুল মান্নান মল্লিক
কোথায় আমার আস্তানা,
কি যে মনের বাসনা।
পথভুলা এক পথিক আমি,
পথই আমার ঠিকানা।
কেউবা নামে পাগল ডাকে,
কেউবা দেয় গালি।
যেমন খুশি বলুক লোকে,
আমার তাতে কি?
কেউবা গড়ে দালানবাড়ি,
আমি কুড়াই নুড়ি।
পথ হারিয়ে পথের সাথে,
খেলছি লুকোচুরি।
পথের ধুলো গুনতে গুনতে,
পূবের আকাশ রাঙা।
পথের শেষে পথ হারিয়ে,
উঠতে ভাঙে ডাঙা।
অজ্ঞাত মোর জনম কথা,
কে ছিল মোর মা।
কোন ভূমিতে পতিত আমি,
মনে পড়েনা গাঁ।
Subscribe to:
Posts (Atom)