Wednesday, 10 May 2017

√ ঈর্ষার পতন

ঈর্ষার পতন 

আব্দুল মান্নান মল্লিক

দেখতে পাওনা সৃজক তুমি শুনতে পাওনা কানে,
ঈর্ষানলে জ্বলছে ভূবণ মরছে মানুষ প্রাণে।
কি প্রয়োজন শোভন ভূবণ কি প্রয়োজন সৃজন,
কি প্রয়োজন জীবের প্রেরণ এতো আয়োজন? 
যেথায় ভুবন হরিৎ রঙে, গগন ভরা আলো,
জীব ছাড়া কেউ দেখবে কি আর হোক না যতই ভালো?
জীবের মাঝে সৃজক তুমি বাঁচাও দিয়ে আহার, 
তবে তাদের রক্ষা কর ঈর্ষা থেকে উদ্ধার। 
নির্মমতায় জীবহত্যা জীবের মাঝে তুমি,
তবু কেন নীরব তুমি, তুমি যে স্রষ্টা অন্তর্যামী। 
সৃজক তুমি পালক তুমি সবার মাঝেই তুমি,
তবু কেন আমরা মানুষ পাপের অনুগামী?
ঈর্ষানলে পুড়ছে মানুষ পুড়াতে চাই কারে?
দাবাগ্নি যেমন গহীন বনে ধ্বংস স্বয়ং অচিরে। 
যেথায় কোবরা কেউটের বাসা নেউল সর্বনাশা,
সেথায় স্রষ্টার শ্রেষ্ঠ লীলা অগ্নিগর্ভ ঈর্ষা।
ঈর্ষার আগুন পোষ মানানো এতই সোজা নয়,
নিজের আগুনে ভস্ম নিজে তবেই ঈর্ষার ক্ষয়।




No comments:

Post a Comment