Monday, 1 May 2017

মেঘে ঢাকা আকাশ

মেঘে ঢাকা আকাশ

আব্দুল মান্নান মল্লিক

আজকের দিনটা মেঘলা,
সারাদিনটা, কিবা এবেলা আর অবেলা।
ধোঁয়াশা আকাশটা ছুঁয়ে দূরের মাটি,
তবু কেন যেতে চাই অপারে দৃষ্টি।
বৈশাখী মেঘ ওই করে আনাগোনা,
মা বলে আজ বুঝি বাইরে যেতে মানা।
ভাবনায় গালে হাত গড়িয়ে যায় বেলা,
কি করে চুপ থাকি ঘরের কোণে একলা।
কান্নার তোড়জোড় চোখে নাই জল,
কালো মেঘে আকাশটা পরেছে কাজল।

No comments:

Post a Comment