Thursday, 25 May 2017

ঐতিহ্য

ঐতিহ্য

আব্দুল মান্নান মল্লিক

কি মহিমায় গড়িলে ভুবন,
ওগো মম মালিক সাঁই।
যখন যেমন ভাঙো গড়ো,
তোমার লীলা বুঝা দায়।।
শোভন ভূষণ সব দিয়েছ,
শতবীনা পাখির গানে।
শতরঙে ফুলের বাহার,
জগত ঘেরা সবুজ রঙে।।
শীর্ষ গাছে রোদের কিরণ,
ওই যে মাঠের দূরে।
কেউনা কেউ ডাকছে পাখি,
সতত মধুর সুরে।।
ব্যজন স্রোত বাঁশকোটরে,
রুহু-রুহু বাজায় বাঁশি।
জোনাকি বাতি নিশি কালে,
লক্ষকোটি তারার হাসি।।
দিনের আলো মুক্তো ভাবি,
সোনালী রাতের ঝলক।
যেদিকে চাই চোখ জুড়ানো,
সবুজ ঘেরা পালক।।
চালক বিহীন চলছে আজো,
ইশারা দিয়ে চন্দ্রসূর্য।
নিখুঁত হাতের কুদরত কলা,
সবই তোমার মাধুর্য।।
জলের স্রোত বইছে আজো,
গড়িয়ে পড়ে ঢালে।
এক ঠেলাতে চালাও যেমন,
চলছে উপস্থিত কালে।।

Wednesday, 10 May 2017

√ ঈর্ষার পতন

ঈর্ষার পতন 

আব্দুল মান্নান মল্লিক

দেখতে পাওনা সৃজক তুমি শুনতে পাওনা কানে,
ঈর্ষানলে জ্বলছে ভূবণ মরছে মানুষ প্রাণে।
কি প্রয়োজন শোভন ভূবণ কি প্রয়োজন সৃজন,
কি প্রয়োজন জীবের প্রেরণ এতো আয়োজন? 
যেথায় ভুবন হরিৎ রঙে, গগন ভরা আলো,
জীব ছাড়া কেউ দেখবে কি আর হোক না যতই ভালো?
জীবের মাঝে সৃজক তুমি বাঁচাও দিয়ে আহার, 
তবে তাদের রক্ষা কর ঈর্ষা থেকে উদ্ধার। 
নির্মমতায় জীবহত্যা জীবের মাঝে তুমি,
তবু কেন নীরব তুমি, তুমি যে স্রষ্টা অন্তর্যামী। 
সৃজক তুমি পালক তুমি সবার মাঝেই তুমি,
তবু কেন আমরা মানুষ পাপের অনুগামী?
ঈর্ষানলে পুড়ছে মানুষ পুড়াতে চাই কারে?
দাবাগ্নি যেমন গহীন বনে ধ্বংস স্বয়ং অচিরে। 
যেথায় কোবরা কেউটের বাসা নেউল সর্বনাশা,
সেথায় স্রষ্টার শ্রেষ্ঠ লীলা অগ্নিগর্ভ ঈর্ষা।
ঈর্ষার আগুন পোষ মানানো এতই সোজা নয়,
নিজের আগুনে ভস্ম নিজে তবেই ঈর্ষার ক্ষয়।




Monday, 1 May 2017

মেঘে ঢাকা আকাশ

মেঘে ঢাকা আকাশ

আব্দুল মান্নান মল্লিক

আজকের দিনটা মেঘলা,
সারাদিনটা, কিবা এবেলা আর অবেলা।
ধোঁয়াশা আকাশটা ছুঁয়ে দূরের মাটি,
তবু কেন যেতে চাই অপারে দৃষ্টি।
বৈশাখী মেঘ ওই করে আনাগোনা,
মা বলে আজ বুঝি বাইরে যেতে মানা।
ভাবনায় গালে হাত গড়িয়ে যায় বেলা,
কি করে চুপ থাকি ঘরের কোণে একলা।
কান্নার তোড়জোড় চোখে নাই জল,
কালো মেঘে আকাশটা পরেছে কাজল।