শাস্ত্রের দোহাই
আব্দুল মান্নান মল্লিক
অগণিত সৃষ্টির স্রেষ্ঠ মানব জনম,
তবু কর্মে মানুষ কেউ পশুর অধম।
জাতি বিদ্বেষ কেন তবে মানুষে মানুষে,
হিংসার বশে মানুষ এ উহারে দুষে
কামিনী কেতকী গোলাপ চামেলি বেলি,
বাতাসে নেচে নেচে করে কোলাকুলি।
ফুলে ফুলে মাখা-মাখি একটি বাগে,
কুলনাশ হয় কখনো মিশিয়া পরাগে?
ফুলে ফুলে প্রজাপতি বাগান চত্বরে ,
জাত বিচার নাই তার মধুপান করে।
সকল জীবের শীর্ষে মানুষই আশ্বাস,
তবু কেন ঈর্ষা বসে হয় প্রাণনাশ?
ঘাঁটা-ঘাঁটি দিবা-রাত্রি শাস্ত্রের বচন,
স্বার্থ ছাড়া শাস্ত্র-কথা বুঝে কয়জন?
শাস্ত্রের দোহাই আর অদৃষ্টের লিখন,
অপব্যাখ্যায় করে মানুষ পশুরে নিধন।
নিজ শাস্ত্র শিকার পরে করে গুণগান,
অপর শাস্ত্রে মাথা ব্যথা করতে অপমান।
হিন্দু বল মুসলিম বল জৈন খ্রিস্টান?
স্রষ্টার চোখেতে সবাই সমান সমান।
No comments:
Post a Comment