কবিগুরুর স্মরণে
আব্দুল মান্নান মল্লিক
আজকে বুঝি খুজে পাবো,
আঁধার পথের আলো।
তোমার মাঝে হারিয়ে যাবো,
ঘুচিয়ে আঁধার কালো।
এসেছি আজ মঞ্চে তোমার,
আমরা অতি নগণ্য।
প্রস্তর মাঝে দেখি যতবার,
নিজেকে ভাবি ধন্য।
তুমি মোদের শিরায় শিরায়,
গদ্য প্রবন্ধে ছন্দে।
কবিগুরু আমাদের সহায়,
থেকো গো সানন্দে।
নয়ন তুলে চেয়ে একবার
দেখো মোদের পানে।
ভরিয়ে দিবো মঞ্চ এবার
তোমার কবিতা গানে।
প্রস্তর হয়ে থেকো না কবি,
খোলো অক্ষি এবারে।
ভরিয়ে দিলাম পুষ্প-সুরভি,
তোমার মঞ্চ দরবারে।
আব্দুল মান্নান মল্লিক
আজকে বুঝি খুজে পাবো,
আঁধার পথের আলো।
তোমার মাঝে হারিয়ে যাবো,
ঘুচিয়ে আঁধার কালো।
এসেছি আজ মঞ্চে তোমার,
আমরা অতি নগণ্য।
প্রস্তর মাঝে দেখি যতবার,
নিজেকে ভাবি ধন্য।
তুমি মোদের শিরায় শিরায়,
গদ্য প্রবন্ধে ছন্দে।
কবিগুরু আমাদের সহায়,
থেকো গো সানন্দে।
নয়ন তুলে চেয়ে একবার
দেখো মোদের পানে।
ভরিয়ে দিবো মঞ্চ এবার
তোমার কবিতা গানে।
প্রস্তর হয়ে থেকো না কবি,
খোলো অক্ষি এবারে।
ভরিয়ে দিলাম পুষ্প-সুরভি,
তোমার মঞ্চ দরবারে।
No comments:
Post a Comment