ভবতারিণী
আব্দুল মান্নান মল্লিক
মমতাময়ী জগৎ জননী বিকট কেন আজ,
শিবের আজ্ঞা রক্ষা করতে সসস্ত্রে রণসাজ।
বৃথাই ক্লেশ মা-গো তোর হয়নি দানব বোধ,
অদ্যদিনে তাণ্ডবলীলা মানব দানব বিরোধ।
তুই যে নারী করুণাময়ী যতই করিস ছল,
অসুর নাশে তবে কেন তোর চোখেতে জল?
স্রষ্টার সৃষ্টি ভূবনটারে তুই যে করিস পালন,
কারো মতে অসুর নিধন কারো মতে শাসন।
সেবিকা তুই শাসিকা তুই জগৎ জননী তুই,
ঘরের শত্রু ঘরে ঘরে করলি না মা কিছুই!
আকাশ পাতাল মর্তভূমি ত্রিভুবনটাই নাকাল,
নিরর্থক তোর তরবারি বাঁচতে ধরিস ঢাল।
ষোড়শোপচার শঙ্খ ধ্বনি বরণডালায় মানুষ,
ওই দেখ্ মা অসুর গোত্র ধুলোয় পড়ে বেহুঁশ।
দিনে রাতে খেলছে অসুর সর্বনাশা খেলা,
তাইতো মানুষ পথভ্রষ্টে অসুরকুলের চেলা।
অসুর নিধন বিফল মাগো যুগযুগান্তর ধরে,
উচ্ছেদ হবে কেমন করে অসুর সবার ঘরে।
এবার যখন আসবি মা তুই সয়ং রোষানলে,
অসুরকুলের হোক অবসান তোর কোপানলে।
রোষাগ্নিতে করিস মা তুই দুষ্ট অসুর নিধন,
নইলে বিনাশ সত্যপথের নশ্বর হবে ভুবন।
No comments:
Post a Comment