Tuesday, 16 October 2018

ভবতারিণী

ভবতারিণী 

আব্দুল মান্নান মল্লিক

মমতাময়ী জগৎ জননী বিকট কেন আজ,
শিবের আজ্ঞা রক্ষা করতে সসস্ত্রে রণসাজ।
বৃথাই ক্লেশ মা-গো তোর হয়নি দানব বোধ, 
অদ্যদিনে তাণ্ডবলীলা মানব দানব বিরোধ।
তুই যে নারী করুণাময়ী যতই করিস ছল,
অসুর নাশে তবে কেন তোর চোখেতে জল?
স্রষ্টার সৃষ্টি ভূবনটারে তুই যে করিস পালন,
কারো মতে অসুর নিধন কারো মতে শাসন।
সেবিকা তুই শাসিকা তুই  জগৎ জননী তুই,
ঘরের শত্রু ঘরে ঘরে করলি না মা কিছুই!
আকাশ পাতাল মর্তভূমি ত্রিভুবনটাই নাকাল,
নিরর্থক তোর তরবারি বাঁচতে ধরিস ঢাল।
ষোড়শোপচার শঙ্খ ধ্বনি বরণডালায় মানুষ,
ওই দেখ্ মা অসুর গোত্র ধুলোয় পড়ে বেহুঁশ।
দিনে রাতে খেলছে অসুর সর্বনাশা খেলা,
তাইতো মানুষ পথভ্রষ্টে অসুরকুলের চেলা।
অসুর নিধন বিফল মাগো যুগযুগান্তর ধরে,
উচ্ছেদ হবে কেমন করে অসুর সবার ঘরে।
এবার যখন আসবি মা তুই সয়ং রোষানলে, 
অসুরকুলের হোক অবসান তোর কোপানলে। 
রোষাগ্নিতে করিস মা তুই দুষ্ট অসুর নিধন, 
নইলে বিনাশ সত্যপথের নশ্বর হবে ভুবন।


Friday, 12 October 2018

আশ্বিনি বাদল

আশ্বিনি বাদল

আব্দুল মান্নান মল্লিক

মেঘলা দিনের শীতেল হাওয়া বইছে বৈঁ-বৈঁ,
সূয্যিমামা মুখ ঢেকেছে নীল আকাশটা কৈ?
শীত এলোরে শীত এলো মেঘের আঁচল ধরে,
মলিন আকাশ মেঘের ঘটা বৃষ্টি ফোটা ঝরে।
মাধবীলতার ঢলাঢলি কে কার উপর পড়ে,
বৃষ্টিভেজা কলা পাতা কে কাকে রয় ধরে।
সিক্ত হয়ে কাশফুল সব জড়িয়ে গেছে গাছে,
ঝাঁটার কাঠি দাঁড়িয়ে শুধু ডাকেনা কেউ কাছে।
অসময়ে হাঁকছে কারা বান ডেকেছে ওই,
বুড়ো বুড়ি হায়-হায় কাঁদে পাড়াতে হৈ-চৈ।
গহুর পাড়ে শিয়াল কাঁদে জমির আলে ইঁদুর,
হাঁসেরা জলে সাঁতার কাটে পদ্ম পাতায় দাদুর।
ঝিমরে গাছে বাদুড় ঝুলে হুনুমান গাছের ডালে,
ছুমাই দাদু মাছ ধরতে কোমর বেঁধেছে খালে।

Monday, 1 October 2018

পথের শেষে

পথের শেষে

আব্দুল মান্নান মল্লিক

ঘুরছে জগৎ ঘুরছে বাতাস ঘুরছে আসমান,
পথের ধুলি গুনতে গুনতে দিনের অবসান।
স্মৃতিগুলো বেহায়া সব ফিরে চায় বারবার,
সন্ধ্যাপ্রদীপ উঠলো জ্বলে দুচোখে আঁধার।
মিছামিছি সুখের আশায় সুখ মিলেনা কভু,
মিটিমিটি আশার আলো জ্বলিয়ে রাখি তবু।
পথের শেষে কষ্টে এসে হোচট খেয়ে পড়ি,
তবুও খুশির স্বপ্ন আঁকি রাজার আসন গড়ি।
যেদিকে চায় ধু-ধু আকাশ চোরাবালিয় পা,
ভ্রমের পথে পা বাড়িয়ে তবুও খুজি ডাঙা।
হঠাৎ দেখি কখন যেন দাড়িয়ে পথের শেষে,
দিনের আলো মিলিয়ে এল আঁধার চারিপাশে।
স্বপ্ন আঁকা ছিল যত কলাকৌশল আলপনা,
অবহেলায় সময় হারায় বৃথাই চিন্তা কল্পনা।