Monday, 13 August 2018

√ যত মত তত পথ

যত মত তত পথ

আব্দুল মান্নান মল্লিক

কার প্রেমে পাগল মোরা দিন যে গেল বয়ে,
পদ্ম কুসুম দগ্ধ হাতে তবুও পথ চেয়ে।
কারো আহ্বান গৃহত্যাগী বৃক্ষ ছায়াতলে,
আসন পেতে ডাকছে কেহ কাঁদছে অশ্রুজলে।
কারো বিশ্বাস অনড় পথে বৃথাই অনশন,
সত্য ত্রেতা দ্বাপর কলিয় পাইনি দর্শন।
একটু ছোঁয়া একটু সাড়ায় আসতো পাশাপাশি,
দগ্ধ কুসুম হাতে হাতে থাকতো না আর বাসি।
নতুন করে উঠতো জেগে প্রভুর কৃপায়,
চিত্ত বনে নিত্য লীলা বিফল অভিপ্রায়।
জন্ম যেথা বিলীন সেথা সাগর জলের ঢেউ,
চিত্ত বনের অগ্নি জোয়ার নিভায় নাতো কেউ।
বলতো দেখি কুসুম রে তুই করব সমর্পণ,
কার লাগিয়া হাতে ধরি বয়ে যায় দিনক্ষণ।
হেথা হোথা নাইরে কোথা এই কথাটি সার,
সবার ঘরেই বসত বাড়ি সে যে নিরাকার।
যেমন খুশি শুভ্র কালো হোকনা জ্যোতি আলো,
ভালোবাসার কাঙাল আমি সবই আমার ভালো।
যেথায় জবা গুল কুসুমের এক বাগিচায় বাস,
সেথায় ভ্রমর মধু পানে একই চাষীর চাষ।
একই স্রষ্টার সৃষ্টি মোরা তবুও জাতপাতে,
বিবশ মানুষ ভ্রান্ত পথে দাঁড়িয়ে সংঘাতে।

No comments:

Post a Comment