Saturday, 14 July 2018

আষাঢ়ে খরা (১৪২৫)

আষাঢ়ে খরা ( ১৪২৫ ) 

আব্দুল মান্নান মল্লিক

আষাঢ় মাসে নাইরে বৃষ্টি করি আপসোস 
মাটি পুড়ে তপ্ত তামা আনারসে নাই রস।
ঝনঝন বাজে গাছের ডাব একি হল হায়,
আষাঢ় নাকি চৈত্র মাস বুঝা ভীষণ দায়।
নাইরে বৃষ্টি হিমেল বায়ু অশ্রু শুকাই চোখে,
তপ্ত বাতাস স্বস্তি নাইরে ঘর্ম শুকাই ত্বকে।
মৃৎগর্ভে অঙ্কুর মরে শুকনো দিঘীয় শালুক
চাতক মরে জল তেষ্টায় তটে মরে ঝিনুক 
চিড় ধরেছে চাষের জমি চাষির গালে হাত 
রোদ নয়তো গগন ভেদি কোপের উল্কাপাত 
শুকনো পাতায় নূপুর বাজে চরে ভাবে বক,
পানকৌড়ি পুকুর পাড়ে পোহায় দুঃখ-শোক।
ঝিঙে ফোটে খালে বিলে পাড়ে বিষন্ন  তরু,
রাখাল কাঁদে জল তেষ্টায় গাঙে চরে গরু।
চলত যেথায় নৌকা ডিঙা চলে গরুর গাড়ি 
পায়ে হেঁটে আসা যাওয়া দিচ্ছে খাড়ি পাড়ি
গগন চেয়ে দিন গুনে যায় তেষ্টায় যায় প্রাণ,
বৃথাই আশা কান্নাকাটি বিফল অভিমান।
ভুলে গেছে মেঘদেবতা আষাঢ় মাসের কথা,
হারিয়ে গেছে প্রকৃতির সেই চিরাচরিত প্রথা।

No comments:

Post a Comment