Friday, 27 July 2018

দিশারী

দিশারী

আব্দুল মান্নান মল্লিক

সকল জীবের উচ্চে মানুষ মনে জোহর ক্ষোভ,
যে মুখেতে তিক্তের স্বাদ সেই মুখেতেই টক।
রঙ বদলায় দিনে-রাতে স্রষ্টার লীলা সৃষ্টি,
ঝাল খেয়েও তুষ্টি মানুষ ভালোবাসে মিষ্টি।
শাস্ত্র কথায় বিশ্বাস সবার থাকে যদি স্বার্থ,
আত্মতুষ্টি থাকলে তবেই নইলে শাস্ত্র ব্যর্থ।
বুলি আওড়াই পথেঘাটে সত্য পথে চলি,
শাস্ত্র দোহাই দিয়ে মানুষ পশুরে করে বলি।
শাস্ত্র ছেড়ে আয়রে সবে বিবেকের দরবার,
মনের ঘরে জ্বালায় বাতি ঘুচাই অন্ধকার।


Friday, 20 July 2018

আমার মা, আমার গাঁ

আমার মা, আমার গাঁ

আব্দুল মান্নান মল্লিক

আজকে যদি থাকত কাছে
আমার প্রিয় মা
নয়ন ভরে দেখতাম আবার
শৈশবের সেই গাঁ
চাঁদ দেখিয়ে মন ভুলাত
কান্না পেলে রাতে
আঙুল দেখিয়ে বলত সোনা
এনে দিবো হাতে
মায়ের কোলে রোদ উঠেছে
সেগুন গাছের মাথায়
সেদিনের সেই কথা বলা
গোধূলি শেষ বেলায়
মায়ের কোলে গরুর গাড়ি
রাঙা মাটির পথে
গাঁ ছাড়িয়ে পাশের গাঁ-টি
মামার গাঁয়ের সাথে
ঐ দেখা যায় গাছের ফাঁকে
রেল লাইনের ধারে
আমার বাড়ি মামার বাড়ি
ছোট্টো মাঠের পরে


Saturday, 14 July 2018

আষাঢ়ে খরা (১৪২৫)

আষাঢ়ে খরা ( ১৪২৫ ) 

আব্দুল মান্নান মল্লিক

আষাঢ় মাসে নাইরে বৃষ্টি করি আপসোস 
মাটি পুড়ে তপ্ত তামা আনারসে নাই রস।
ঝনঝন বাজে গাছের ডাব একি হল হায়,
আষাঢ় নাকি চৈত্র মাস বুঝা ভীষণ দায়।
নাইরে বৃষ্টি হিমেল বায়ু অশ্রু শুকাই চোখে,
তপ্ত বাতাস স্বস্তি নাইরে ঘর্ম শুকাই ত্বকে।
মৃৎগর্ভে অঙ্কুর মরে শুকনো দিঘীয় শালুক
চাতক মরে জল তেষ্টায় তটে মরে ঝিনুক 
চিড় ধরেছে চাষের জমি চাষির গালে হাত 
রোদ নয়তো গগন ভেদি কোপের উল্কাপাত 
শুকনো পাতায় নূপুর বাজে চরে ভাবে বক,
পানকৌড়ি পুকুর পাড়ে পোহায় দুঃখ-শোক।
ঝিঙে ফোটে খালে বিলে পাড়ে বিষন্ন  তরু,
রাখাল কাঁদে জল তেষ্টায় গাঙে চরে গরু।
চলত যেথায় নৌকা ডিঙা চলে গরুর গাড়ি 
পায়ে হেঁটে আসা যাওয়া দিচ্ছে খাড়ি পাড়ি
গগন চেয়ে দিন গুনে যায় তেষ্টায় যায় প্রাণ,
বৃথাই আশা কান্নাকাটি বিফল অভিমান।
ভুলে গেছে মেঘদেবতা আষাঢ় মাসের কথা,
হারিয়ে গেছে প্রকৃতির সেই চিরাচরিত প্রথা।

Wednesday, 4 July 2018

√ মেঘলা দিনের কাব্যকথা

মেঘলা দিনের কাব্যকথা

আব্দুল মান্নান মল্লিক

মেঘলা আকাশ ছায়াতলে,
গাছের মাথা দোলে।
ঘাসের মাথায় রং ধরেছে,
রঙিন শুভ্র ফুলে।
মাতাল হাওয়া এলোমেলো,
বইছে চতুর্দিকে।
সবুজ বনের মাথায় মাথায়,
আকাশ রঙে ফিকে।
পলাশ কদম শখায় শাখায়,
পুকুর জলে পদ্মবাহার।
চোখ জুড়ানো সবুজ পাতায়,
ছাউনি চমৎকার।
বিহগ বিহগী জোড়া জোড়া,
আমড়া গাছের ডালে।
চঁচু খেলার আলিঙ্গনে,
প্রেমের কথা বলে।
অধরে অধর মাঠের শেষে,
আকাশ ছুঁয়ে ভুমি।
জল-কুয়াশায় সিক্ত হৃদয়,
যে যার অনুগামী।