Friday, 14 April 2017

বৈশাখের প্রতিবেদন

বৈশাখের প্রতিবেদন

আব্দুল মান্নান মল্লিক

আসিস না আর বৈশাখ তুই কবির কবিতাই,
সবার আশা নিরাশ করে কেমনে ঘরে ঘুমাই।
বসন্ত আজ ডাক দিয়েছে জায়গা করেছে খালি,
পূরণ করতে এলাম আমি সবার চোখের বালি।
কেউবা ডাকে বরণডালায় কেউবা দেয় গালি,
আমি নাকি ঝড়ঝাপটায় করি শুধু খামখেয়ালি।
তার কবিতায় করতে আসি দুষ্টুমি আর শয়তানি,
ভালোবাসার সাড়া দিতে কবির কাছে বদনামি।
নবরূপে সাজাই জগৎ পেলাম তবু লাঞ্ছনা,
কবির চোখে আমি নাকি দিতে আসি গঞ্জনা।
আসতে মানা কবির কথা তার কবিতার পাতাই,
সবাই ডাকে ভালবেসে গোটা কবিতার খাতাই।
প্রথম দেখি বিশ্বটারে অবর্জনায় গেছে ভরে,
ঝড়ঝাপটায় ধুয়ে দিয়ে সাজাই নতুন করে।
পুরানো দিনের গ্লানি যত করতে আসি নশ্বর,
কেউ বুঝুক আর নাইবা বুঝুক জানে শুধু ঈশ্বর।

No comments:

Post a Comment