Sunday, 30 April 2017

√ মনন

মনন

আব্দুল মান্নান মল্লিক

দৃষ্টির সীমানা পেরিয়ে,
আজ তুমি রয়েছ কতদূরে।
তবুও আমার হৃদয় জুড়ে,
বেদনার ঘরে অশ্রুনীরে।
নির্জনে, কখনো একা জীবন নদীর ভাঙা তীরে।
স্মৃতি যত লুকিয়ে থাকা অলক্ষ্যে অগোচরে।
আমা হতে বহুদূরে হৃদ কোটরে।
উদ্বেগ অন্তিমে হারিয়ে ভব,
আত্মিক মননে ক্ষণিক আসক্ত।
কাঁকন ধ্বনি বাজিয়ে কানে,
ডাক দিয়ে বলে যেন ক্ষণেক্ষণে। এই শুনছো?
মন্দিরে রয়েছি আমি কেন এত ভাবছ?

Sunday, 23 April 2017

√ পরম্পরা

পরম্পরা

আব্দুল মান্নান মল্লিক

শয়নে স্বপনে জাগরণে সদা ক্রন্দনে,
মনকাননে মনেমনে তোমারে সন্ধানে।
মিলেনি দেখা লক্ষকোটি ঋক্ষভিড়ে,
যেথা থাকো তত্ত্ববাক্যে চিত্ত-নিবিড়ে।
বৃথায় খুজি অলীক পথে ত্রিভুবনে,
তোমার আমার বসতবাড়ি এইখানে।
স্পর্শকাতর দিনে রাতে আসা যাওয়া,
বুঝেছি হে বাঁধনহারা অবাধ হাওয়া।
মৃগ নিজের গন্ধে মরে খোঁজ করে,
আমি মরি তোমার সাথে এক ঘরে।
তুমি বিনা শূন্য ভুবন আঁধার আলো,
কেমন করে জন্ম নিত মন্দভালো।


Saturday, 22 April 2017

হাসিতে দিও বিদায়

হাসিতে দিও বিদায়

আব্দুল মান্নান মল্লিক

যেদিন দুচোখ জুড়িয়ে যাবে
নিভে যাবে জ্বলন্ত বাতি।
ভুলে থেকো খুশিতে হাসিতে
ক্রন্দনকে করনা সাথি।।
দিবস ও রজনী একটি একটি
চলে গেছে কতো বছর।
হেসেছ গেয়েছ কেঁদেছ কতো
মিশিয়ে অধরে অধর।।
পথের শেষে দেখবো সেদিন
তোমার মুখের হাসি।
কথা দিলাম আসব আবার
তোমার পাশাপাশি।।
তোমার হাসি বাজবে কানে
দূর দিগন্ত পারে।
হাসবে তুমি কাঁদবে জগত
কেঁদোনা চিৎকারে।।
দুখের আসন পেতোনা গো
হাসিতে দিও বিদায়!
চৈতন্য সত্তা স্রষ্টার দরবারে
শীতলায় পাবে ঠাঁই!!

Friday, 14 April 2017

বৈশাখের প্রতিবেদন

বৈশাখের প্রতিবেদন

আব্দুল মান্নান মল্লিক

আসিস না আর বৈশাখ তুই কবির কবিতাই,
সবার আশা নিরাশ করে কেমনে ঘরে ঘুমাই।
বসন্ত আজ ডাক দিয়েছে জায়গা করেছে খালি,
পূরণ করতে এলাম আমি সবার চোখের বালি।
কেউবা ডাকে বরণডালায় কেউবা দেয় গালি,
আমি নাকি ঝড়ঝাপটায় করি শুধু খামখেয়ালি।
তার কবিতায় করতে আসি দুষ্টুমি আর শয়তানি,
ভালোবাসার সাড়া দিতে কবির কাছে বদনামি।
নবরূপে সাজাই জগৎ পেলাম তবু লাঞ্ছনা,
কবির চোখে আমি নাকি দিতে আসি গঞ্জনা।
আসতে মানা কবির কথা তার কবিতার পাতাই,
সবাই ডাকে ভালবেসে গোটা কবিতার খাতাই।
প্রথম দেখি বিশ্বটারে অবর্জনায় গেছে ভরে,
ঝড়ঝাপটায় ধুয়ে দিয়ে সাজাই নতুন করে।
পুরানো দিনের গ্লানি যত করতে আসি নশ্বর,
কেউ বুঝুক আর নাইবা বুঝুক জানে শুধু ঈশ্বর।

Wednesday, 12 April 2017

চৈত্রের সীমান্তে

চৈত্রের সীমান্তে

আব্দুল মান্নান মল্লিক

নাইরে বৃষ্টি নাইরে দৃষ্টি শুকাই অশ্রুজল,
চৈত্র দিনের তপ্ত হাওয়া বইছে অনর্গল।
বসন্ত পাখি ডাকেনারে গাহেনা মধুর গান,
তপ্ত আকাশ তপ্ত বাতাস শুকিয়ে যায় প্রাণ।
একে একে দিন ফুরিয়ে চৈত্র মাসের শেষ,
পায়ে পায়ে উড়ছে ধুলো পুড়ছে সারা দেশ।
নতুন পাতা শুকিয়ে ঝরে বৃষ্টি ঝরেনারে,
জল পিপাসায় দেহ শুকাই অশ্রু গড়েনারে।
খালবিল সব শুকিয়ে গেল চরে ভাবে বক,
পানকৌড়ি শুকায়নারে নীরস ডালে পালক।
ভোঁদড় কাঁদে শেওড়াতলে শুষ্ক অশ্রুজলে,
মরা গাঙে ভেকের কান্না অন্তর পুড়ে অনলে।
স্বপ্ন সবার বাঁচার আশা কষ্ট বেদনা ভুলে,
অদূরে ওই আশার আলো মৃগতৃষ্ণা জলে।