Tuesday, 15 November 2016

কাছের বন্ধু

কাছের বন্ধু

আব্দুল মান্নান মল্লিক

যেথায় জলে নদীর বাঁকে,
নৌকার পাল তুলে।
মাঝির গানে নৌকা ছুটে,
হাওয়ায় দুলে দুলে।।
ধেনু চরে মাঠের মাঝে,
রাখাল গাছের তলে।
মেঠো সুরে বাঁশের বাঁশি,
গাঁয়ের কথা বলে।।
খাটুনি খেটে দিন বয়ে যায়,
ফিরে সন্ধাকালে।
তবুও মনে খুশি তাদের,
বসত খড়ের চালে।।
কখনো পুড়ে রোদ্র তাপে,
কখনো ভিজে জলে।
কখনো চাষি তামাক টানে,
বসে জমির আলে।।
দেশের মেথর মুচি ডোম,
কামার ছুতোর জেলে।
সবাই মোদের কাছের বন্ধু,
থাকি সবে মিলে।।
সবুজ বাঙলার অবুঝ মন,
সত্য পথে চলে।
মিথ্যা কথা বলেনা কেউ,
সত্য কথা বলে।।


No comments:

Post a Comment