Sunday, 27 November 2016

√ বলিদান

বলিদান

আব্দুল মান্নান মল্লিক

দৃষ্টি দাও দেখিবারে শক্তি দাও ধৈর্যের,
ভালোবাসার মন দাও পথ দেখাও সত্যের।
ধুয়ে দাও কালিমা মনের দূর কর অন্ধকার,
নিদ্রিত অক্ষি যেই খুলে দাও দ্বার তার।
কষ্ট দাও খুশি তব তবু তোমার অনুগামী,
বিগতকে ভুলিয়ে ভাবতে দাও আগামী।
করব না আর খুনোখুনি তবেই মানব ধন্য,
আদি কথা থাকনা পড়ে আর হবনা বন্য।
চিত্ত মাঝে বাঁসা বেঁধে বসত করে শয়তান,
শক্তি দাও করতে পারি তাদের আজ বলিদান।
চক্ষু দিয়ে আঁধার দেখাও একি তোমার ছলনা,
দিকভ্রান্ত পথিক আমি তোমার হাতের খেলনা।

Tuesday, 15 November 2016

কাছের বন্ধু

কাছের বন্ধু

আব্দুল মান্নান মল্লিক

যেথায় জলে নদীর বাঁকে,
নৌকার পাল তুলে।
মাঝির গানে নৌকা ছুটে,
হাওয়ায় দুলে দুলে।।
ধেনু চরে মাঠের মাঝে,
রাখাল গাছের তলে।
মেঠো সুরে বাঁশের বাঁশি,
গাঁয়ের কথা বলে।।
খাটুনি খেটে দিন বয়ে যায়,
ফিরে সন্ধাকালে।
তবুও মনে খুশি তাদের,
বসত খড়ের চালে।।
কখনো পুড়ে রোদ্র তাপে,
কখনো ভিজে জলে।
কখনো চাষি তামাক টানে,
বসে জমির আলে।।
দেশের মেথর মুচি ডোম,
কামার ছুতোর জেলে।
সবাই মোদের কাছের বন্ধু,
থাকি সবে মিলে।।
সবুজ বাঙলার অবুঝ মন,
সত্য পথে চলে।
মিথ্যা কথা বলেনা কেউ,
সত্য কথা বলে।।


Monday, 14 November 2016

পথের শেষে

পথের শেষে

আব্দুল মান্নান মল্লিক

ক্লান্ত তবু পথ হেটে যাই,
পিছন ফিরে চেয়ে দেখি।
পড়ে আছি ছিলাম যেথায়,
সম্মুখের পথ অল্প বাকি।।
লাল সবুজের রঙ বিনিময়,
অদূরে ওড়ে সবুজ নিশান।
বন্ধ দুয়ার খুলেছে ওই,
সমাদরে আজ করে আহ্বান।।
কোথায় খেলার সঙ্গী সাথি,
ফেলে আসা খেলার মাঠ।
জীবন সাঁঝের পথের পাতি,
ওই দেখা যায় খোলা কপাট।।
অসাড় চিত্তে ভাবছি বসে,
সব ছিল আজ খালি হাতে।
আলো মিলায় পূব আকাশে,
গোধূলি বেলার অশ্রুপাতে।।

আমাদের বঙ্গভূমি

আমাদের বঙ্গভূমি

আব্দুল মান্নান মল্লিক

আমাদের এই বঙ্গভূমি,
শূন্য আকাশ তলে।
যেদিকে চায় হরিত রঙে,
পদ্ম ফুটে জলে।।
রঙ বেরঙের পশুপাখি,
হরেক রঙের ফুলে।
এত পখির মাঝে কেউ,
বউ কথা কও বলে।।
ফটিকজল ডাকছে পাখি,
কামিনী গাছের ডালে।
ভ্রমর উড়ে গুনগুনিয়ে,
কখনো বসে ফুলে।।
গাছে গাছে জোনাকি বাতি,
নিভে আবার জ্বলে।
রাতের তারার মুচকি হাসি,
দূর আকাশের কোলে।।
কাক শালিকের ঝগড়াঝাঁটি,
ময়না কথা বলে।
বদের আঁঠি কাঠবিড়ালি,
সজনে গাছের ফুলে।।

Thursday, 10 November 2016

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন

আব্দুল মান্নান মল্লিক

পালক মেলেছে স্বপ্ন আমার
দূর দিগন্ত পারে।
হারিয়ে গেছে রূপক ভাবনা
রাত ফুরানো ভোরে।।
স্বপ্নঝড়ে মন ভেঙে যায়
পৃথিবী গেছে সরে।
কল্প কথার গল্প ছিল
আবছা ঘুমের ঘোরে।।
ঝুমুরঝুমুর নূপুর বাজে
কে যেন আসে ওই।
কাকজোত্স্না স্বপ্ন রাতে
কম্পন দিয়ে হৃদয়।।
তরুণী উর্বশী ওই যে আসে
বলবে কথা কানে কানে।
মধুর স্বপ্ন হারিয়ে কোথায়
ভোরের পাখির গানে।।