Tuesday, 6 September 2016

সাথীহারা

সাথীহারা

আব্দুল মান্নান মল্লিক

কান্না ছিল বাদল দিনের,
সুর হারানো গান।
নিভৃতে সেই মেঘের বিলাপ,
অশ্রুতে করেছিলে স্নান।
আকাশ ঝরা কান্না ছিল,
ব্যথা লুকানো হাসি।
কথা ছিল আসবে ফিরে,
মেঘের সাথে ভাসি।
একা একা আকাশ চেয়ে,
বাদল দিনের বেলায়।
ফিরে আসে দিনটি আবার,
তোমার দেখা নাই।
বিষণ্ণতায় আকাশ ছেয়ে,
নীরদ কান্নার জলে।
বাদল দিনে তোমার কথা,
কেউ যায়নি ভুলে।
চারিপাশটা শূন্য আঁধার,
বিজনে আমি একা।
তুমি হীনা বৃথায় জীবন,
কষ্টে বেঁচে থাকা।


No comments:

Post a Comment