Saturday, 24 September 2016

চেনা অচেনা

চেনা অচেনা

আব্দুল মান্নান মল্লিক

গগন তলের পাখি হবো?
জলের মাঝে মৎস্য?
না হয় বনের বাঘ ভালুক,
আগুনে ধোঁয়া ভস্ম!
ইচ্ছা করে বাঁচতে আমার,
মানুষ হয়ে থাকি।
বাঘ ভালুক হবো না আর,
চাইনা হতে পাখি।
দিনে রাতে রঙ বদলায়,
স্বপ্ন অনেক আঁকি।
ঘরের মানুষ পর হয়ে যায়,
নিজেই পড়ি ফাঁকি।
সফল জনম তবেই ধন্য,
নাহয় রঙের বদল।
মানুষ নামের মানুষ গন্য,
একটি রঙের আদল।
বাঘের অধিক ভয়ে মরি,
ছাগলে খেলে মানুষ।
কেমন করে বিশ্বাস করি,
মানুষ হলে বেহুশ?

Tuesday, 6 September 2016

সাথীহারা

সাথীহারা

আব্দুল মান্নান মল্লিক

কান্না ছিল বাদল দিনের,
সুর হারানো গান।
নিভৃতে সেই মেঘের বিলাপ,
অশ্রুতে করেছিলে স্নান।
আকাশ ঝরা কান্না ছিল,
ব্যথা লুকানো হাসি।
কথা ছিল আসবে ফিরে,
মেঘের সাথে ভাসি।
একা একা আকাশ চেয়ে,
বাদল দিনের বেলায়।
ফিরে আসে দিনটি আবার,
তোমার দেখা নাই।
বিষণ্ণতায় আকাশ ছেয়ে,
নীরদ কান্নার জলে।
বাদল দিনে তোমার কথা,
কেউ যায়নি ভুলে।
চারিপাশটা শূন্য আঁধার,
বিজনে আমি একা।
তুমি হীনা বৃথায় জীবন,
কষ্টে বেঁচে থাকা।