শ্রাবণধারা আব্দুল মান্নান মল্লিক সাতসকালে বৃষ্টি শুরু আকাশ ঘোলা ঘোর, অদূরে ওই গাছের মাথায় উড়ছে পায়োধর। কালো গম্ভীর মেঘের ঘটা অবিরাম গুড়গুড়, বজ্র জিগির কানে ফাটে ভয়েতে বুক দুরদুর। কখনো গর্জন আকাশ ফাটা কড় কড় কড়, কখনো ছিটকায় অগ্নি গোলা ধরণীর উপর। পথের উপর ঘোলা জলে ঝাঁকে হাঁসের দল, অবাধ বেলায় বৃষ্টিয় ভিজে খেলছে অনর্গল। গাছে গাছে বন পাখিরা ভাবছে বসে ডালে, হুক্কাহুয়া শিয়াল কাঁদে মাঠে জমির আলে। কুক কুক কুক বন মুরগী কুঞ্জবনের আড়ে, শাবক ঝাঁকে অনুসারী পানা পুকুরের পাড়ে। খাল কিনারে ডাঙায় উঠে বেঙের কলরব, ঝগড়াঝাটি দ্বন্দ্ব বন্ধ পাখিরা গাছে নীরব। ফুলের পাপড়ি ঝরে পড়ে পরাগ যায় ধুয়ে, বৃষ্টির জলে মাধবি লতা ঢলে পড়েছে নুয়ে। বিষন্নতায় ঘরের কোণে কাটায় দিবস রাত, খড়ের ছাউনি মাটির ঘরে টোপায় বৃষ্টিপাত। বৃষ্টি ফোটা আশীর্বাদ হয়ে ধনীর ঘরে ঘরে, গরীব কাঁদে দুঃসময়ে খিদের জ্বালায় মরে।
Friday, 4 September 2020
শ্রাবণধারা
Subscribe to:
Posts (Atom)