Wednesday, 7 March 2018

√ তোর পরশে কলুষিত

তোর পরশে কলুষিত

আব্দুল মান্নান মল্লিক

লাঞ্ছনা আর গঞ্জনা শুধু,
পেলাম কি মা তোর কাছে?
ভালোই ছিলাম সেদিন আমি,
ছোট্ট ঘরে পথের মাঝে।।

তোর উঠানে চলতে হয় ভয়!
দেখে-শুনে ডাইনে-বাঁয়ে।
জঞ্জাল ভরা উঠান পথে,
ছাঁদা বাধে পায়ে-পায়ে।।

জনসমুদ্র পথের ভিড়ে,
হৃদয় ধু-ধু কান্না ঘরে।
চলতে চলতে থমকে দাঁড়াই!
পাপ বিজনে পথের ধারে।।

জাদুর রাণী ছলনাময়ী,
বাঁধিস না আর মোহে।
তোর বুকেতে কলুষ আমি,
নোংরা মাখি দেহে।।

অবুঝ মনে ভুলের বসে,
উৎকণ্ঠায় তোরই বক্ষে।
কেমন করে ফিরবো ঘরে
সারা গায়ে নোংরা মেখে?