Friday, 10 March 2017

আয় আয় আয়

আয় আয় আয়

আব্দুল মান্নান মল্লিক

টিকটিক পায়রা আমার,
আকাশ ছুঁয়ে যায়।
বাড়ির ছাদে সর্ষে ছিঁটাই,
আয় আয় আয়।
আদর দিয়ে চুমা দিলাম,
কাঞ্চন মালা গলে।
মেঘ কন্যার খবর নিতে,
যাসনে যেন ভুলে।
মেঘকন্যা ঘুমিয়ে বিভোর,
মেঘের উপর ভেসে।
মেঘরাণী তার পাশেপাশে,
ভাসিস তুই বাতাশে।
অজ্ঞাত পথ মেঘের দেশে,
যাসনা অনেক দূরে।
আমার কথা মনে করে,
আয়রে ফিরে ঘরে।

Wednesday, 8 March 2017

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত

আব্দুল মান্নান মল্লিক

বিশ্বটারে দেখতে পেলাম,
নারী তোমার জন্য।
তোমার দীক্ষায় শিক্ষা নিয়ে,
মানুষ হলাম গন্য।
বলপ্রয়োগ করব না আর,
হবনা আর বন্য।
তোমার গর্ভে জন্ম মাগো,
গড়বো জীবন ধন্য।
একদিন দুদিন চোদ্দ কুড়ি,
রাত করেছ পার।
জীবন মরণ সংগ্রাম করে,
জনম দিয়ে আহার।
তোমার ব্রত করব মাগো,
করব না ভুল আর।
ভুল যদি হয় ভুলের বশে,
যোগ্য কর ক্ষমার।

Tuesday, 7 March 2017

রঙবাহারি দেশে

রঙবাহারি দেশে

আব্দুল মান্নান মল্লিক

চলতে চলতে থমকে দাঁড়াই,
রঙবাহারি দেশে।
কখনো লাজে মেঘের মোমটা,
কখনো ভাস্কর হাসে।
রঙ-বেরঙের শাখায় শাখায়,
ছাউনি সবুজ পাতায়।
ফাগুন মাসের ফাগুন হাওয়া,
খুলেছে নতুন অধ্যায়।
অধরে অধর প্রেম আলিঙ্গন,
গগন মিশে ধরায়।
দূরের আকাশ মাঠের শেষে,
আবির রাঙা থালায়।
ডানা মেলেছে প্রভাতকালে,
ফুলের পাপড়ি ওই।
প্রজাপতি আর ফুলের রঙে,
ফাগুনের পরিচয়।
হেথায় ওড়ে বুড়ির সুতো,
এলোমেলো বাতাসে।
বূনো ফুলে সৌরভ ছড়াই,
রঙবাহারি দেশে।