Sunday, 29 January 2017

পথের আলো

পথের আলো

আব্দুল মান্নান মল্লিক

সৃজন স্রষ্টা সবার সমান,
বিরোধ মনের ঘরে।
জাতিবিচারে কি প্রয়োজন,
চলব সবার হাত ধরে।
জড় জীবের ঊর্ধে মানব,
বারবার ভুলে যায়।
মনের ঘরে অগ্নি জ্বলে,
মনুষ্যত্ব পুড়ে ছাই।
জাত বিচারে তুলছে মানুষ,
পায়ের ফাঁস গলায়।
পথ হারিয়ে গোঁড়ামি পথে,
পাপের বোঝা মাথায়।
হানাহানি আর কাড়াকাড়ি,
হিন্দু মুসলিম খৃষ্টান।
এই মানুষের ভিড়ে মানুষ,
কেউবা আছে মহান।
সজাগ থেকো মানব সমাজ,
প্রহরী থেকো দ্বারে।
খুয়বে নইলে পারের পুঁজি,
দ্বন্দ্ব বাঁধে জাতবিচারে।

Monday, 16 January 2017

√ অনৈক্য

অনৈক্য

আব্দুল মান্নান মল্লিল

চক্ষু থাকতে অন্ধ ধন্দে,
শিরাপিড়াই ধরে।
শীর্ষাসনে কৌশল বাঁধে,
মাথা গরম করে।
ভেদাভেদের বাসা বাঁধে,
মহামিলনের মাঝে।
ফুসমন্তর কানে কানে,
কিবা সকাল সাঁঝে।
এ-উহারে চিনতে নারে,
এইতো জীবন সার।
কেমন করে চলব তবে,
মানব জনম বেকার।
গুরুভার আর দায়ভার,
দিলাম যখন হাতে।
চলতে মানা মিলেমিশে,
তোমার আমার সাথে।
বিধিনিষেধ বানাই ওরা,
শীর্ষে আসন পেতে।
ধর্ম বাঁচাই কেমন করে,
নামহীন মানবজাতে।
সরল পথের মানুষেরা,
চলতে সরল পথে।
শীর্ষাসনের মানুষ  ওরা,
বাঁধে জাতপাতে।
গড়ব ভাবি সভ্য সমাজ,
ভালোবাসায় মুড়ে।
জাতবিচারে দ্বন্দ্ব বাঁধে,
রুখবো কেমন করে?