Monday, 26 December 2016

প্রতীক্ষা

প্রতীক্ষা

আব্দুল মান্নান মল্লিক

স্বপ্ন সাজায় রাতে তোমার
অঘোর নিদ্রা কালে
বিভোর নেশায় তুমি তখন
কলুষ মায়াজালে
ডাগর ডাগর নয়ন তুলে
দেখবে যখন দিনে
পথ চেয়ে তোমার পানে
গোলাপ তোমার বনে
হারিয়ে গেছি অনেক দূরে
তবুও রেখো মনে
একটুখানি জায়গা রেখো
তোমার মনের কোণে
প্রদীপ হয়ে জ্বলবো রাতে
নীল গগনের গায়ে
চিনে নিও নিজের ভেবে
নয়ন তুলে চেয়ে
ভাবনা অনেক ভিড় করেছে
তোমার ভাবনার মাঝে
তুমিও কবে আসবে ফিরে
সহসা আমার কাছে

Monday, 19 December 2016

শিশিরে ভিজা সকাল

শিশিরে ভিজা সকাল

আব্দুল মান্নান মল্লিক

শ্যাম সকালে শিশির ঝরে,
ফড়িং কাঁদে ঘরে।
ছোট ছোট ঘাসের মাথা,
শিশিরে ঢলে পড়ে।।
পূবের কোণে সূয্যি মামা,
চাইনা নয়ন তুলে।
শিশির মাঝে পথ হারিয়ে
রাস্তা গেছে ভুলে।।
ধোঁয়া ধোঁয়া মাঠের প্রান্তে,
গুটি গুটি পায়ে।
ধানের ডালা কাঁখে লয়ে,
ধান কুড়ানি মেয়ে।।
পুঁঠি মাছের কান্নাকাটি,
জলাভূমির খাদে।
নাম ডাকে তার জলাভূমি,
জল থাকেনা তাতে।।
ঝুপি ঝুপি বক বসে ওই,
জলাভূমির ধারে।
শিশিরে সিক্ত গাত্র পত্রে,
শিশির ঝরে পড়ে।।
প্রজাপতির রঙ ধুয়ে যায়,
শিশির ভিজা গায়ে।
সর্ষে ক্ষেতের হলুদ ফুলে,
শিশির গেছে ছেয়ে।।

Thursday, 8 December 2016

রবির ভুবনে

রবির ভুবনে

আব্দুল মান্নান মল্লিক

শীত ভেঙেছে ঘর্ম ঝরেছে,
তোমার আলিঙ্গনে।
তুমি বিনা অন্ধ সবাই,
জাগ্রত ও স্বপনে।
তোমার ছোঁয়ায় ওই যে হাসে,
রাত আকাশের তারা।
চাঁদের আলোয় তাইতো শোভন,
আকাশ হতে ধরা।
দিনের বেলায় খেলছ অনেক,
শত রঙের খেলা।
কখনো রূপসী কখনো তেজস্বী,
মলিন সাঁঝের বেলা।
লালন পালন শোভন দিলে,
সবই তোমার দান।
আকাশ বাতাস ভুবন তোমার,
খবরদারি অণিয়ান।
রাহু সেও হার মেনে যায়,
তোমারে ভক্ষণ করে।
বৃথাই প্রয়াস উগরিয়ে হায়,
ব্যর্থ ধরিতে জঠরে।
কোথায় তোমার জনম কথা,
কে দিয়েছে গঠন।
কেউ কি জানে কবে তোমার,
কিসে হবে মরণ?


Friday, 2 December 2016

ভোরের শিশিরে

ভোরের শিশিরে

আব্দুল মান্নান মল্লিক

ঘাসের মাথায় শিশির ঝলক,
চনমন ভোর হাসিতে।
সিঁদুর থালায় পূব আকাশে,
ইচ্ছে করে ভাসিতে।
ভ্রমর মাতাল বাতাস মাতাল,
ধনে ক্ষেতের গন্ধে।
শিশির ধোঁয়ায় পথ হারিয়ে,
চাতক উড়ে ধন্দে।
শাপলা ফোটা ডোবার ধারে,
ফড়িং ধরে বেঙে।
মাথার উপর বক উড়ে যায়,
উজান শিশির ভেঙে।
নাগ নাগিনী জড়িয়ে লতায়,
প্রেমের নয়ন মেলে।
প্রজাপতি ডানা মেলে ওই,
শালুক রঙিন ফুলে।
শিশির সিক্ত পাতাই পাতাই,
ছোট্ট পাখির চাঁন।
শাখায় শাখায় দোয়েল পাখি,
ধরেছে মধুর গান।
ভোরের পাখি কিচিরমিচির,
শিউলি শাখে বসে।
হারিয়ে উদাস মন হল আজ,
শিশির স্রোতে ভেসে।