Thursday, 20 October 2016

অভিমানী

অভিমানী

আব্দুল মান্নান মল্লিক

খেলার শেষে সন্ধ্যাকালে,
বই ছেড়ে আজ মাধবীতলে।
দিন যায় তোর ঘুমিয়ে পাতায়।
লজ্জা ভারি ঘোমটা মাথায়,
আঁখি খোলো মাধবী কলি,
ঐ যে মিলাই সন্ধ্যা গোধূলি।
লুকাসনা আর পত্রতলে,
তোর আশাতে সন্ধ্যাকালে।
ভ্রমর সবে নিরাশ হয়ে,
ঐ যে ফিরে আপন কুলায়ে।
থাকিস কেন অন্ধ হয়ে,
ভান করিসনা একগুঁয়ে।
তুই যে বড় অহংকারী,
কি প্রয়োজন করব আড়ি।
সবুরে কথায় মেওয়া ফলে,
তোর সাথে মোর তেলেজলে।


Wednesday, 19 October 2016

জীবন মরণ

জীবন মরণ

আব্দুল মান্নান মল্লিক

স্বপ্ন নাকি বাস্তব জীবন
বলতে পারে কেউ।
অবনত আর উন্নত যেমন
তিন সগরের ঢেউ।।
শৈশব যৌবন বার্ধক্য আসে
শুনেনা কারো মানা।
কে কত আর হিসাব রাখে
বাতাসে মেলে ডানা।।
তত্ত্বজ্ঞানী জ্ঞানের ভাণ্ডারী
করে গেছে নিরীক্ষণ।
অধুনা কালে জ্ঞানবিজ্ঞানী
তাদের করে অনুসরণ।।
কেউবা ভাবে ইচ্ছাতে সব
কেউবা খুজে কারণ।
এই কথাটির আসল প্রমাণ
জীবন পেলেই মরণ।।

Tuesday, 18 October 2016

কাঁটা বিঁধা পা

কাঁটা বিঁধা পা

আব্দুল মান্নান মল্লিক

দুষ্টুমি আর মিষ্টি কথায়
দুষ্টুমি আর করিসনা।
যতোই করিস ছলচাতুরী
মিথ্যা কথায় ভুলছিনা।।
তোর প্রেমে পাগল হয়ে
শুধুই পেলাম যন্ত্রণা।
ভালোবেসে কাছে যেতে
পেলাম শুধুই কুমন্ত্রণা।।
ঘুরিস না আর দিবস রাতি
লাল গোলাপটি হাতে।
হাতের ফুল শুকিয়ে যাবে
বৃথাই স্বপন রাতে।।
জগতটারে দেখলাম কত
রকম রকম রঙ।
ভালোবাসার আসন পেতে
নানান সাজের ঢঙ।।
জগতটারে ভাবিসনা আর
মেয়ে খেলার বাজার।
তুই যে পাড়ার ধনীর দুলাল
কিবা আছে আর?
রঙ মেখে রঙ কেউবা ঢাকে
ভেলকি খেলার সাজে।
আসল নকল যায়না চেনা
এই জগতের মাঝে।।


Tuesday, 4 October 2016

কাঁচা মাটির মা

কাঁচা মাটির মা

আব্দুল মান্নান মল্লিক

মায়ের বুকে আঁচড় টেনে
করছে চাষি চাষ।
কেউবা মাকে দাহ করে
অট্টালিকায় বাস।।
যে মাটিতে মায়ের সাদৃশ্য
বাঁচাই সবার প্রাণ।
সেই মাটিকে পুড়িয়ে গড়ো
বড়বড় দালান।।
মিছামিছি ডাকিস না আর
পুড়া মাটির ঘরে।
মা যে মোদের কাঁচা মাটির
আছে হৃদয় জুড়ে।।
যেথায় আছে গরীব দুখী
কাঁচা মাটির ঘর।
মা যে সেথা তাদের সাথে
তোদের করে পর।।
কেউ গড়েছে মূর্তি মায়ের
স্বর্ণমন্দির ঘরে।
মা আসছে মাটির ঘরে
একটি বছর পরে।।
সাদা শাড়ি লাল পেড়েতে
মা যে ছিল খুশি।
অধুনা সাজে হারিয়ে যায়
মায়ের মুখে হাসি।।